এক চালককে মুক্তি না দিলে ২৭ মার্চ থেকে বাস বন্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এক চালককে মুক্তি না দিলে ২৭ মার্চ থেকে বাস বন্ধ

রাজশাহীর কাটাখালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হানিফ পরিবহনের বাস চালক আব্দুর রহিমকে মুক্তি না দিলে ২৭ মার্চ থেকে বাস বন্ধ রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশন রাজশাহী ও রংপুর বিভাগীয় কমিটি।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর রাজশাহী শিরোইল বাস টার্মিনালে এলাকায় এক মানববন্ধনে শ্রমিক নেতারা এ কথা বলেন।

মানববন্ধনে অভিযুক্ত বাস চালকের মুক্তির দাবিতে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ঘণ্টাব্যাপি মানবন্ধনে অংশ নেয় শত শত শ্রমিক।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে আব্দুর রহিমকে কারাগার থেকে মুক্তি না দিলে ২৭ মার্চ থেকে রাজশাহী ও রংপুর বিভাগে বাসসহ সকল যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলি, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, নাটোর জেলার সভাপতি মুসতারুল ইসলাম, রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ মার্চ দুপুরে দুপুরে রাজশাহী কাটাখালির কাপাশিয়া এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হন। দুর্ঘটনায় নিহতরা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

এসএ/