ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১৫তম ব্যাচের নবীন বরণ, ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা ও সাংষ্কৃতিক পরিবেশনা ২০২২ আজ ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় চেয়ারম্যান
অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক
ড. ফকরুল আলম ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে এবং পিএইচপি
ফ্যামেলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য
রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।
বিভাগ পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন বিভাগীয় অধ্যাপক ড. তারিক জিয়াউর রহমান সিরাজী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ আহসানুল হাদী। নবীন শিক্ষার্থীদের
মধ্যে বক্তব্য রাখেন ছুমাইয়া আক্তার ও মো. রিয়াদ শেখ এবং বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে
বক্তব্য রাখেন বাদল মিয়া ও রুনা আক্তার।
অতিথিবৃন্দ
নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্বাগত ও শুভেচ্ছা জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের
ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। তাঁরা শিক্ষার্থীদের বিনয়ী, যোগ্য ও সুনাগরিক হিসেবে
গড়ে উঠে সমাজ, দেশ ও জাতির সেবা করার আহ্বান জানান।
এর আগে বিভাগীয়
শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্র পর্যন্ত
এক আনন্দ র্যালি বের করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে
এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জি আই/