‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’
পঞ্চগড়ে সমকাল সুহৃদ’র আয়োজনে বির্তক প্রতিযোগীতা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪
পঞ্চগড়ে বি এফ এফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বির্তক উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সমকাল সুহৃদ এর আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
শুক্রবার(১৬ ফেব্রয়ারি) জেলা পর্যায়ের এই বির্তক প্রতিযোগিতা জেলার ১০ টি সেরা স্কুল অংশ গ্রহন করে।‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, দেবীগঞ্জ এন এন সরকারি উচ্চবিদ্যালয়, দেওয়ান হাট দ্বি-মুখী উচ্চবিদ্যালয়, মাগুড়া প্রধানপাড়া উচ্চবিদ্যালয়, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলিজিয়েট ইন্সটিটিটিউট, মাঘই পানিমাছপুকুরী দ্বি-মুখী উচ্চবিদ্যালয় ও করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন ।
এতে ১ম রাউন্ডে ৪টি গ্রুপে ৮টি দল ‘শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে কেবলমাত্র ক্লাসের পড়ালেখাই যথেষ্ট’ পক্ষে বিপক্ষে ৮টি দল অংশ নেয়। ১ম রাউন্ডে বিজয়ী ৪টি দল সেমিফাইনাল রাউন্ডে ‘কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের চেয়ে সামাজিক আন্দোলন জরুরী’ বিষয়ে পক্ষে অংশ নেয়। সেমি ফাইনাল রাউন্ডে বিজয়ী পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দল ‘প্রচলিত শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে ব্যর্থ হয়েছে’ বিষয়ে অংশ নেমে।চুড়ান্ড বির্তকে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় রানার আপ হয়। বিজয়ী দলের নওশীন আনজুম মনিষা সেরা বক্তা নির্বাচিত হয়। চ্যাম্পিয়ন দল রংপুরে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পাবে।
পরে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান বিজয়ী ও রানার আপ দলের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন। এছাড়া অংশগ্রণকারী প্রত্যেকের সনদ প্রদান করা হয়। বিচারকের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলিজিয়েট ইন্সটিটিটিউটের কলেজ শাখার শিক্ষক প্রবীর কুমার সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পঞ্চগড় আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মো. জাকির হোসাইন, পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন প্রধান, দেবীগঞ্জ এন এন সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তারভিরুজ্জামান রাসেল, পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ এর উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ।
ফাইনাল রাউন্ডে মডারেটরের দায়িত্বে ছিলেন পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ এর সভাপতি শহিদুল ইসলাম। উৎসবটির ব্যবস্থাপনায় ছিলেন পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ এর সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। উৎসবের মূল কারিগর ছিলেন সমকালের পঞ্চগড় জেলা প্রতিনিধি সফিকুল আলম সফিক।
আরএক্স/