কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন হাবিপ্রবি শিক্ষার্থী সনজিত!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

চতুর্থ
অপেক্ষমান তালিকা থেকে ভাতিজিকে ভর্তি
করাতে এসে হাজী মোহাম্মদ
দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
(হাবিপ্রবি) প্রায় ১০ হাজার টাকা
সহ একটি ভ্যানিটি ব্যাগ
হারিয়ে ফেলেন জান্নাতারা বেগম হ্যাপী (৫০)। ভ্যানিটি ব্যাগে
ভোটার আইডি কার্ড সহ
অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিলো। গত ৬ই মার্চ
হাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে ভ্যানিটি ব্যাগটি কুড়িয়ে পান হিসাববিজ্ঞান বিভাগের
১৯ ব্যাচের শিক্ষার্থী সনজিদ কুমার। সেদিন বিকালেই কুড়িয়ে পাওয়া ভ্যানিটি ব্যাগটি হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের
কর্মকর্তা মোঃ জাহিদুল রহমান
আমিনের নিকট জমা দেন
সনজিত । তবে অনেক
সন্ধান করার পরে মঙ্গলবার
( ১৫ মার্চ ) খুঁজে পাওয়া যায় প্রকৃত ভ্যানিটি
ব্যাগের মালিককে।
মালিকের পরিচয় কিভাবে খুঁজে বের করলেন এমন প্রশ্নের জবাবে হাবিপ্রবির কর্মকর্তা মোঃ জাহিদুল রহমান আমিন বলেন, " সনজিত ভ্যানিটি ব্যাগটি জমা দেয়ার পর থেকেই আমরা প্রকৃত মালিককে খুঁজতে থাকি। কিন্তু কোনো ভাবেই খোঁজ