বীর মুক্তিযোদ্ধার বসতভিটা দখলের পায়তারা চলছে গোপালগঞ্জে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

গোপালগঞ্জের একটি গ্রামে এক অসহায় বীর মুক্তিযোদ্ধার বসতভিটা দখলের পায়তারা করছে একদল প্রভাবশালী। জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের মাঝিগাতী গ্রামের মৃত. হাসমত আলী খাঁ এর ছেলে বীর মুক্তিযোদ্ধা কালাম খাঁর এস এ খতিয়ান-৬০, জেএল নং-১২২, মাঝিগাতী এস এ খতিয়ান-৬০, দাগ নং-৭৩, মাঝিগাতী বি আর এস খতিয়ান-৮২, জে এল নং-৯৮, দাগ নং-৮৩, জমির পরিমান-১৬ শতক বসবাসরত ভিটা দখলের পায়তারা চালাছে।
বীর মুক্তিযোদ্ধা কালাম খাঁ বলেন, দীর্ঘ ৩০ বছর যাবত বসবাস করে আসা উক্ত বসতভিটায় গত ৭ মার্চ ভোরে এলাকার কতিপয় ভূমি দস্যু ড্যানি মীর, পারভেজ মীর, সাকিব মীর, পিং- মৃত জাহিদ মীর, জেবিন মীর, জয় মীর, পিং- মৃত ওহিদ মীর, কাইয়ুম মীর, নবীর মীর, পিং- মৃত. মোকসেদ মীর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অসহায় বীর মুক্তিযোদ্ধা কালাম মীর (৭০) এর