নবাবগঞ্জে ট্রাক উল্টে চালক নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নবাবগঞ্জে ট্রাক উল্টে চালক নিহত

দিনাজপুর নবাবগঞ্জে ট্রাক উল্টে চালক শাকিল আহমেদ (৪০) নিহত হয়েছেন। এসময় ট্রাকের হেলপার আসিফ আলী (২৫) গুরুতর আহত হয়েছেন। 

বুধবার ভোরে উপজেলার গোবিন্দগঞ্জ মহাসড়কের বাজিতপুর বাজারের পূর্ব পাশে ব্রীজের নিকট এই দুর্ঘটনা ঘটে। 
নিহত ট্রাক চালক শাকিল আহমেদ কুষ্টিয়া জেলার মিরপুর থানার তাঁতীবন্দর গ্রামের আশরাফ আলীর ছেলে। আর তার সহকারী আসিফ আলী ওই এলাকার আজিবর রহমানের ছেলে। আসিফ আলী গুরুতর অবস্থায় নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে । 

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ সড়ক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতারের মর্গে প্রেরণ করেছে। কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও এখন মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

জি আই/