পরকীয়া দেখে ফেলায় চাকু দিয়ে শিশু আলিফের চোখ নষ্ট করে তারা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পরকীয়া দেখে ফেলায় চাকু দিয়ে শিশু আলিফের চোখ নষ্ট করে তারা

সাতক্ষীরায় পাঁচ বছরের শিশু আলিফ ফারহাদকে হত্যাচেষ্টার রহস্য উদঘাটন করেছে পুলিশ। বড় মামীর সঙ্গে ছোট মামার পরকীয়া দেখে ফেলাই কাল হলো সাত বছরের শিশু আলিফ ফারহাদের। শিশুটির চোখে ও মুখে খুঁচিয়ে হত্যার চেষ্টা চালায় তার নিষ্ঠুর মামা-মামী। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে দেবহাটা থানায় দুজনকে আসামি করে মামলা করলে পুলিশ দেবর-ভাবিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন দেবহাটা উপজেলার চরবালিথা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী রানী বেগম (২২) ও ছোট ভাই আশিকুজ্জামান ইমন (১৬)।

লোমহর্ষক এ ঘটনার পরপরই ভিকটিমের বাবা মহিউদ্দীন বাদী হয়ে দেবহাটা থানায় মামলা (নং-০৪/২৮) দায়ের করলে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের দিক নির্দেশনায় ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার রহস্যভেদ করতে সক্ষম হয় পুলিশ।

একইসঙ্গে এ ঘটনায় জড়িত শিশু ফারহানের বড় মামি রানী খাতুন ও ছোট মামা আশিকুজ্জামান ইমনকে গ্রেফতার এবং এ ঘটনায় ব্যবহৃত চাকু এবং আসামির রক্তমাখা জামাকাপড় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতার রানী ও ইমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন উল্লেখ করে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ মঙ্গলবার রাতে এক প্রেসনোটে জানান, ‘শিশু ফারহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আহমেদের নেতৃত্বে তদন্ত এবং সাড়াশি অভিযানে নামে পুলিশ। শুরুর দিকে ঘটনার পুরো দায় শিশুটির বড় মামি রানীর ওপর চাপিয়ে দেয় ভিকটিমের পরিবার। তাৎক্ষণিক রানী খাতুনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে নেওয়া হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পরে রাতেই শিশুটির ছোট মামা আশিকুজ্জামান ইমনকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে নেওয়া হলে লোমহর্ষক ঘটনার রহস্যভেদ হয়।’

ওসি জানান, ‘মা মারা যাওয়ার পর থেকে নানা বাড়িতেই থাকতো শিশু আলিফ। বড় মামি রানীকে মা বলে ডাকতো সে। তার বড় মামা কাজের সুবাদে বছরের প্রায় অধিকাংশ সময়ই যশোরে থাকেন। এরই মধ্যে মামির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে ফারহানের ছোট মামা ইমন। সোমবার দুপুরে রানী ও ইমনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে ফারহান। সে সময় বাড়িতে ছিলেন না শিশুটির নানা ও নানি। একপর্যায়ে নিজেদের অপকর্ম ঢাকতে রানীর সহায়তায় ছোটমামা ইমন প্রথমে আলিফকে ঘরের ভেতরে ডেকে নিয়ে দুই হাত বেঁধে ফেলে। তারপর ইমন ধারালো চাকু দিয়ে নৃশংসভাবে শিশুটির দুই চোখ খুচিয়ে রক্তাক্ত করে দেয় এবং মুখমণ্ডল, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করে। একপর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে গেলে সুযোগ বুঝে তাকে মরিচ্চাপ নদীর পার্শ্ববর্তী একটি গর্তে ফেলে আসে আশিকুজ্জামান ইমন। বাড়িতে ফিরে হত্যাচেষ্টায় ব্যবহৃত চাকু এবং রানীর রক্তমাখা সালোয়ার লুকিয়ে ফেলে ইমন। তাছাড়া ঘরের মেঝে থেকে রক্তের দাগও মুছে ফেলে তারা। এর কিছুক্ষণ পর কৌতূহলবশত ইমন ফের শিশুটিকে ফেলে আসা গর্তের কাছে যায় এবং কেউ তার ভাগ্নেকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে নাটকীয়ভাবে চিৎকার করে লোকজন জড়ো করে। পরে স্থানীয়রা শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। শিশুটিকে হত্যাচেষ্টার পর তার ছোটমামা ইমন অত্যন্ত চতুরতার সঙ্গে ভালো মানুষের অভিনয় করে আসছিল, যাতে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত হয় এবং পুরো ঘটনার দায় কেবলমাত্র রানীর ঘাড়ে চাপে।’

গ্রেফতার রানী ও ইমন মঙ্গলবার দুপুরে এভাবেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে লোমহর্ষক এই ঘটনার বর্ণনা দেন। জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানো হয় বলেও জানিয়েছেন ওসি শেখ ওবায়দুল্লাহ।

এদিকে সোমবার দুপুরে মরিচ্চাপ নদীর পার্শ্ববর্তী একটি গর্ত থেকে শিশু আলিফ ফারহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন দায়িত্বরত চিকিৎসকরা। কিন্তু সেখানেও অবস্থার অবনতি হলে এবং শিশু ফারহানের দুটি চোখে জরুরি অস্ত্রপচারের জন্য পরবর্তীতে রাজধানীর জাতীয় চক্ষু হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে শিশু ফারহান।

জাতীয় চক্ষু হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ভিকটিমের স্বজনরা জানিয়েছে, ‘ধারালো ছুরি দিয়ে খোচানোর কারণে ফারহানের ডান চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং বাম চোখটিতে অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। তাকে পরবর্তী ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে, নির্ধারিত সময় শেষে বাম চোখটি ভালো হবে কিনা তা নিশ্চিত হতে পারবেন চিকিৎসকরা।’ 

এসএ/