রামগঞ্জে মাটি ফেলে সম্পত্তি জবরদখলের চেষ্টা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রামগঞ্জে মাটি ফেলে সম্পত্তি জবরদখলের চেষ্টা

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাটি ফেলে সম্পত্তি জবরদখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে মাওলানা করিম উল্ল্যাহ মমিন হোসেন নামের দুই ভূমিদস্যুর বিরুদ্ধে। অভিযুক্ত মাওলানা করিম উল্ল্যাহ উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর ভূইয়া বাড়ির মৃত. আইয়ুব আলীর ছেলে মমিন হোসেন একই বাড়ির মৃত.অজি উল্লাহর ছেলে।

 

এঘটনায় ভুক্তভোগী ফারহানা হক ১৪ মার্চ সোমবার  জেলা ম্যাজিষ্টেট আদালতে একটি মামলা দায়ের করেন। পরে আদালতের আদেশ মোতাবেক ১৫ মার্চ সকালে সকল প্রকার দখল/বেদখল থেকে বিরত থাকতে উভয়পক্ষকে নোটিশ দেয় পুলিশ।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাশিমনগর মৌজার সাবেক ২৩৩ নং খতিয়ান আগত ২৭৯, ৬৫৪নং খতিয়ান বিএস বুজারত ১৩৭৬ নং ডিপি ৪১৬ জন খতিয়ান জমা খারিজ ৮৮৩ নং খতিয়ানভুক্ত সাবেক ১৫০৯ দাগ হালে ৩৫২২ দাগ নাল বর্তমান ভিটি অন্দরে ১৬ শতাংশ ভূমির মালিক রসুলপুর ভূইয়া বাড়ির প্রবাসী জাকির হোসেন। জাকির বিদেশে থাকার সুযোগে গত ১০ মার্চ