শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী
ডা. দীপু মনি এমপি’র সঙ্গে তাঁর
সরকারি বাসভবন ধলেশ্বরীতে সাক্ষাৎ করেছেন জাতীয় কবি কাজী নজরুল
ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রফেসর ড. সৌমিত্র শেখর।
মঙ্গলবার
বিকেলে তাঁর সরকারি বাসভবন
ধলেশ্বরীতে এই সাক্ষাৎ ও
বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রী উপাচার্যকে উচ্চ শিক্ষা বিস্তারে
সব ধরনের সহযোগিতা করার দৃঢ় প্রত্যয়
ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত
উন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণা যাতে
আরো বেগবান হয় সে ব্যাপারে
পরামর্শ প্রদান করেন।
শিক্ষামন্ত্রী
বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে গবেষণানির্ভর
ও কর্মমুখী উচ্চশিক্ষা ও আনন্দময় শিক্ষার
কোন বিকল্প নেই। পরীক্ষার ভীতি
কাটিয়ে শিক্ষাকে যতটা পারা যায়
আনন্দের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। উচ্চশিক্ষাকে
কর্মসূত্রে সঙ্গে জড়িত করার ক্ষেত্রে
আরো বেশি মনোযোগী হওয়া
প্রয়োজন। এক্ষেত্রে উচ্চ শিক্ষার গুণগত
মান নিশ্চিত করতে হলে ছাত্রসংখ্যা
দিকটিও মাথায় রাখা দরকার।
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.