একজনকে হত্যা করে আরেকজনকে নিয়ে গেল বিএসএফ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে রেজাউল করিম (৩৪) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ সময় ওই সীমান্তে বাবুল হোসেন নামে এক ব্যক্তি আহত অবস্থায় বিএসএফের হাতে আটক হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর রাতে ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নয়াবাড়ি এলাকার মনসুর আলীর পূত্র।
বিজিবি ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর রাতে ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে বাংলাদেশ-ভারতের ৮৬১ নং সীমানা পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ৯ জন বাংলাদেশী গরু ব্যবসায়ীর একটি দল। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৬৯ বিএসএফ পারাশা ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। পরে সকালে ওই ক্যাম্পের পাশে রেজাউলের মৃতদেহ দেখতে পাওয়া যায়। এ সময় বাবুল হোসেন নামে এক বাংলাদেশী গুরুতর আহত হয়। বাকি ৭ জন পালিয়ে যায়। বিএসএফ আহত বাবুলকে আটক করে এবং রেজাউল করিমের মরদেহ ভারতে নিয়ে যায়।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুত্র জানায়, মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
এসএ/