বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘কক্সবাজার এক্সপ্রেস’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪
কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে গাছবাহী নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার (২৪ মার্চ) দুপুর ১ টা ৫ মিনিটের দিকে ডুলাহাজারা পার হয়ে চকরিয়া ঢোকার পথে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের মাস্টার মো. আতিকুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে বেলা ১২ টা ৪০ মিনিটে ছেড়ে যায়। কিন্তু ট্রেনটি যাওয়ার পথে রেললাইনের উপর একটি নসিমন (মালবাহী পরিবহন) উঠে যায়। ট্রেনের চালক দূর থেকে দেখতে পেয়ে ট্রেনের গতি স্বাভাবিকের তুলনায় কমাননোর কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ২৫ মিনিট পর কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। কক্সবাজার এক্সপ্রেসের চালক (লোকোমাস্টার) ছিলেন আবদুল আওয়াল রানা। মূলত তার দক্ষতায় বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন ও ট্রেনের যাত্রীরা।
আরও পড়ুন: এবার কক্সবাজারে মৃত মা কচ্ছপের সাথে ভেসে এলো পরপইস
তিনি বলেন, "গাছবাহী নসিমনটি রেললাইনে আটকে যায়। তবে ট্রেনের গতি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পরে আবদুল আওয়াল রানা তার সহকারী লোকোমাস্টার, স্টাফ এবং এলাকাবাসীর সহায়তায় নসিমনকে রেললাইন থেকে অপসারণ করে রেললাইন চলাচলের উপযুক্ত করেন।"
জেবি/এসবি