সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় বালুর জাহাজ ডুবি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় বালুর জাহাজ ডুবি

ঝালকাঠির সুগন্ধা নদীতে নলছিটি মল্লিকপুর এলাকায় লঞ্চের ধাক্কায় একটি বালুর জাহাজ ডুবে গেছে। শুক্রবার  রাত ৮ টার দিকে  ঝালকাঠি থেকে ঢাকাগামী এমভি ফারহান-৭ এর সাথে সংঘর্ষে এমভি বালুমতী নামের একটু বালুর জাহাজ ডুবে যায়।  

এদিকে লঞ্চের সামনের নিচ থেকে ফাটল ধরায় যাত্রীসহ লঞ্চটি তীরে নিরাপদে নোঙ্গর করা হয়েছে। এমভি পূবালী নামক  লঞ্চ আসার পর যাত্রীরা আবার গন্তব্যে রওনা করেছে। 

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খালেকুজ্জামান জানান, ‘লঞ্চ ও বালুর জাহাজে সংঘর্ষে বালুর জাহাজটি ডুবে যায় তবে এঘটনায় কোন হতাহত বা নিখোঁজ হয়নি। বালুর জাহাজে যারা ছিলো তারা সাঁতরে তীরে উঠে গেছে।’ 

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতাউর রহমান জানান, ‘লঞ্চটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।বালুর জাহাজ কর্তৃপক্ষ যদি কোন অভিযোগ দেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এসএ/