ব্রিজ ভেঙে মালবোঝাই ট্রাক খালে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মুন্সিগঞ্জের লৌহজং ঘৌলতলী এলাকায় মালবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে একটি বেইলি সেতু। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সেতু ভেঙে পড়ায় টঙ্গীবাড়ী-মাওয়া আন্তঃজেলা সড়কের যানচলা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে এই পথে চলাচলকারী যাত্রীরা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে লৌহজং থেকে টঙ্গীবাড়ীর অভিমুখে কাঠের মালামালবোঝাই একটি ট্রাক ঘৌলতলী বেইলি সেতু অতিক্রম করছিল। ট্রাকটি সেতুর মাঝামাঝি স্থানে পৌঁছালে বিকট শব্দে ট্রাকসহ ভেঙে পড়ে সেতুটি। এ সময় চালকসহ ২ জন আহত অবস্থায় ট্রাক থেকে বেড়িয়ে আসতে সক্ষম হয়। তবে দুর্ঘটনার সময় অন্য কোনো যানবাহন বা পথচারী সেতুতে ছিল না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল তায়াবির জানান, ‘গাড়ি চালকসহ দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে গেছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি ওই স্থানেই রয়েছে। ফায়ারসার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
এসএ/