ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪


ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
ছবি: প্রতিনিধি

‘স্বাস্থ্য অধিকার নিশ্চিতে কাজ করি’ এক সাথে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।


শনিবার (৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গ্রাম বিকাশ কেন্দ্র ওসমানপুর ও ডুগডুগীহাটের পিপিইপিপি-ইইউ প্রকল্প ইউনিটের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। পরে র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: কুড়িগ্রামের বিভিন্ন মার্কেট পরিদর্শনে পুলিশ সুপার


প্রকল্পের টেকনিক্যাল অফিসার কমিউনিটি মবিলাইজেশন বিধান বাস্কের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, আবাসিক মেডিকেল অফিসার নুর ই আজমির ঝিলিক, স্বাস্থ্য পরিদর্শক বিমল চক্রবর্তী, সহকারী কারিগরি কর্মকর্তা ফারুক হোসেন ও মেমি বানু প্রমুখ। এ সময় পিভিসির সদস্যসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এমএল/