তাপদাহ: মঙ্গলবার ২৭ জেলার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪


তাপদাহ: মঙ্গলবার ২৭ জেলার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
ফাইল ছবি

তীব্র তাপদাহের কারণে মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশের ২৭ জেলার সব স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।


সোমবার (২৯ এপ্রিল) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহ: স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ


এতে বলা হয়, “দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পরামর্শক্রমে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলার, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল (৩০ এপ্রিল, মঙ্গলবার) বন্ধ থাকবে।”


জেবি/এসবি