Logo

কুড়িগ্রামে থামছেই না পাতোনা কমিটির নিয়োগ বাণিজ্য

profile picture
জনবাণী ডেস্ক
৬ মে, ২০২৪, ০৪:১০
103Shares
কুড়িগ্রামে থামছেই না পাতোনা কমিটির নিয়োগ বাণিজ্য
ছবি: সংগৃহীত

অধ্যক্ষ পদে ৫ জন আয়া পদসহ সবাই উপস্থিত ছিলো

বিজ্ঞাপন

কুড়িগ্রামের রাজারহাটে কোনভাবেই থামছেই না নির্বাচন বিহীন পাতানো কমিটির মাধ্যমে জনবল নিয়োগে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য কার্যক্রম। অর্থ হাতিয়ে নিতে বয়স কমিয়ে জনবল নিয়োগ পাওয়ার সত্যতা মিলছে। পাতানো কমিটির সুযোগ কাজে লাগিয়ে একই ব্যাক্তি একাধিক প্রতিষ্ঠানের কমিটিতে বারবার হয়েছেন সভাপতি। কিছুদিন পূর্বে ঘটে গেছে কালীরহাট উচ্চ বিদ্যালয়ে পাতানো কমিটির মাধ্যমে প্রতিষ্ঠাকালীন কর্মচারীসহ সবশেষ জনবল কাঠামোর কয়েকটি পদে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়োগ বাণিজ্যের খবর। 

শনিবার (৪ মে) ঘটিকায় চান্দামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা পাতানো কমিটিতে প্রায় দশ লক্ষাধিক টাকার বিনিময়ে দুটি শূন্য পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলামের বিরুদ্ধে। ছুটির দিনে হঠাৎ করে মাদ্রাসায় অধ্যক্ষসহ সাথে সাদাকারসহ দু'একটা মটরসাইকেলে কয়েজন কমিটির লোকজন আবার হঠাৎ করে মাদ্রাসায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যের উপস্থিতিতে সন্দেহের দানা বাধে চাকুরী প্রত্যাশীত প্রার্থী ও এলাকাবাসীর মধ্যে। দীর্ঘদিন আশায় থাকা চাকুরী প্রত্যাশীত ব্যক্তির উপস্থিতিতে বাধ্য হয়ে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পিকে একাধিকবার ফোনে অভিযোগ ও ঘটনাস্থলে আসার পথিমধ্যে ডিজির প্রতিনিধির সাথে সাক্ষাৎ হলে পুনরায় মাদ্রাসা ফিরে আসেন ডিজির প্রতিনিধি। 

বিজ্ঞাপন

মাদ্রাসা কক্ষে সভাপতি মর্জিনা বেগমের অনুপস্থিতিতে ডিজির প্রতিনিধি জাকির হোসেনের সামনে লিখিত অভিযোগ পাঠসহ বিভিন্ন অনিয়ম উপস্থাপন করেন এলাকাবাসী এবং দাখিলকৃত অভিযোগ তদন্তধীন জানানো হয়। উপস্থিত স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেন মাদ্রাসায় শূন্য পদে নিয়োগ প্রকাশ করা হলে তা টানানো হয়নি নোটিশবোর্ডে। এ বিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মী অভিযোগ চলমান থাকার বিষয় জানতে চাইলে ডিজির প্রতিনিধি জাকির হোসেন বলেন, আমরা আদালতের নোটিশ পাইনি কিংবা অভিযোগ পাইনি। যদি আদালতে মামলা থাকে তাহলে নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে। কতজন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন জানতে চাইলে তিনি বলেন, এখানে অধ্যক্ষ ও আয়া পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ পদে ৫ জন আয়া পদসহ সবাই উপস্থিত ছিলো। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরে প্রতিষ্ঠানের ওয়েব সাইটসহ নোটিশবোর্ডে কপি টাঙানোর দায়িত্ব কর্তৃপক্ষের।

বিজ্ঞাপন

এলাকাবাসীর পক্ষে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ডিজির প্রতিনিধিকে বলেন, সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত শেষে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দূর্ণীতিমুক্ত মেধার ভিত্তিতে জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবি রাখেন ডিজির প্রতিনিধির কাছে। এসময়ে উপস্থিত ছিলেন, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলী বাবলু, ডিএসবি সাইফুল ইসলামসহ রাজারহাট থানা পুলিশের কয়েকজন সদস্য, রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের সদস্য লাভলু মিয়া, লিচু সরকারসহ স্থানীয় ব্যাক্তিবর্গ। অধ্যক্ষের পাতানো কমিটির দাতা সদস্য আব্দুল গণি ছেলে অভিভাবক সদস্য রেজাউল হক রাজু, লাইব্রেরিয়ান হাবিবুর রহমান হয়েছেন শিক্ষক প্রতিনিধি, তার আপন ছোট ভাই আবু হাসান সাজু হয়েছেন অভিভাবক সদস্য, শ্যালক আব্দুল কাদের বিদ্যুৎসাহী ও প্রতিষ্ঠানের ৭ কিলোমিটার দূরে বসবাসকারী হয়েছেন গভর্নিং বডি সভাপতি মর্জিনা বেগম। 

বিজ্ঞাপন

অভিযোগ সুত্রে জানা গেছে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম অবসরে গেলে বিধি মোতাবেক উপাধ্যক্ষ বাছের উদ্দিন আজাদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব না দিয়ে কমিটির অনিয়মের মাধ্যমে আখতার আহসান দায়িত্ব প্রদানের বিরুদ্ধে তৎকালীন উপাধ্যক্ষ মামলা দায়ের করেন। গত ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি কমিটি গঠনের মেয়াদ উত্তীর্ণ হলে  ভারপ্রাপ্ত অধ্যক্ষ এডহক কমিটি নেতৃত্বে ছাত্র-ছাত্রীর অভিভাবকগণের কাছে তফসিল গোপন করে নিজস্ব লোকজনকে কমিটির বিভিন্ন পদে মনোনীত করেন।

বিজ্ঞাপন

শনিবার (৪ মে) সকালে পাতানো কমিটির পূর্ব পরিকল্পিতভাবে গোপন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ডিজির প্রতিনিধি চান্দামামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় উপস্থিত হন। হঠাৎ করে ছুটির দিনে বিদ্যালয়ে উপস্থিত হলে বিষয়টি জানাজানি হয়। আয়া শূন্য পদ ও অধ্যক্ষ শূন্য পদ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখবরে স্থানীয় চাকুরী প্রত্যাশীত লোকজন মাদ্রাসার ভিতরে ঢোকার চেষ্টা করলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বাধার মুখে আটকে যায়। চান্দামারি ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে ঘটে এমন চাঞ্চল্যকর পরিস্থিতির খবর ছড়িয়ে পড়লে চাকুরী প্রত্যাশীত ব্যক্তিরা জড়ো হয়। এ বিষয়ে চান্দামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD