৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ হতে পারে ৯ মে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৮ অপরাহ্ন, ৮ই মে ২০২৪
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী ৯ মে। এদিন প্রকাশ না হলে আগামী রবিবার (১২ মে) ৪৬তম বিসিএসের ফল প্রকাশ করা হবে।
বুধবার (৮ মে) দুপুরে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
পিএসসি সূত্র জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (৯ মে) বিশেষ কমিশন সভা রয়েছে। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিকেলে ফল প্রকাশ করা হতে পারে। যদি কোনো কারণে এদিন ফল প্রকাশ না হয়। সেক্ষেত্রে আগামী রবিবার (১২ মে) ৪৬তম বিসিএসের ফল প্রকাশ করা হবে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল জানবেন যেভাবে
এদিকে, এবারের বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে কিছু প্রশ্নে অসঙ্গতি বা ভুল থাকার অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) শাখার একাধিক কর্মকর্তা জানান, ভুল বা অসঙ্গতি থাকা প্রশ্নগুলোতে সবাইকে নম্বর দিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন: মঙ্গলবার থেকে প্রাক্-প্রাথমিকে পাঠদান চলবে
প্রসঙ্গত, গত ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে। ৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি আবেদন জমা পড়েছে। ওই বিসিএসের বিভিন্ন ক্যাডারে শূন্যপদের সংখ্যা ৩ হাজার ১৪০টি।
জেবি/এসবি