সভা সমাবেশের পূর্বে প্রশাসনের অনুমতি নিতে হবে
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪
দেশের বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতিতে সকল ধরনের রাজনৈতিক সভা, সমাবেশ, মানববন্ধন সহ অন্যান্য কর্মসূচি পালনে প্রশাসনের আগাম অনুমতি নিতে হবে।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের স্বাক্ষরিত শনিবার (১০ আগষ্ট)’র বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তার অফিস স্বারক নম্বর ০৫.৪৭.৭৭০০.০০১.২২০০৩.২৪-২৫২।
আরও পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক আহত
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বর্তমান দেশের সার্বিক পরিস্থিতিতে জেলার বিভিন্ন সংগঠন, সংস্থা ও রাজনৈতিক দলগুলোর পঞ্চগড় শহর ও জেলার বিভিন্ন জায়গায় সমাবেশ, মানববন্ধন ও অন্যান্য কর্মসুচি পালন করছেন।
এমন অবস্থায় এ সকল কর্মসূচি আয়োজনের পূবেই পঞ্চগড় জেলায় নিয়োজিত সেনাবাহিনী ও আইনশূঙ্খলা সংস্থা এবং জেলা প্রশাসনের অবহিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
এমএল/