দিনাজপুরে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ছাত্র জনতাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগষ্ট) রাত সাড়ে ৭টায় ঘোড়াঘাট থানা কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
আরও পড়ুন: ঘোড়াঘাটে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান
কর্মসূচিতে উপজেলা তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের নাগরিক অংশ নেন। এ সময় শপথ পাঠ করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পফুল ফাউন্ডেশন, ডিজএবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঘোড়াঘাট রক্তদান ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সাড়া দেশে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মেধাবী শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এমএল/