প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪


প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার - ছবি: ‍সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।


সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের এ সংক্রান্ত প্রজ্ঞাপন গণমাধ্যমের কাছে আসে।


প্রজ্ঞাপনে বলা হয়, “গণপ্রজাতিন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ ২৮ শ্রাবণ ১৪৩১/১২ আগস্ট ২০২৪ তারিখ জনাব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন।”


আরও পড়ুন: ২৫ দপ্তরের সচিবদের যেসব নির্দেশনা দিলেন ড. ইউনূস


“বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।”


আরও পড়ুন: সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে কাল বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা


প্রসঙ্গত, ২০০৮ সালের নভেম্বরে নির্বাচনের আগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসরে যান আলী ইমাম মজুমদার। তিনি ১৯৭৭ ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা।


জেবি/এসবি