Logo

বন্যার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৪, ২৩:০৫
46Shares
বন্যার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

বীরকোট পশ্চিমপাড়ার পাটোয়ারী বাড়ি নিবাসী মো. গিয়াস উদ্দিনের ছেলে

বিজ্ঞাপন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই বছর বয়সী আব্দুর রহমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, বাড়িতে বন্যার হাঁটু পানি। পানিবন্দি মানুষজন শিক্ষক গিয়াস উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। পারিবারিক প্রয়োজনে সকালে গিয়াস উদ্দিন বাড়ি থেকে বের হন। তার ছেলে বাবাকে খুঁজতে পেছন পেছন যায়। সে বিষয়টি টের পায়নি। এর কিছুক্ষণ পর অনেক খোঁজাখুঁজি করলেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টা পর বাড়ি পাশেই তার মরদেহ ভেসে ওঠে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর সবাই।

মৃত আব্দুর রহমান কেশারপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বীরকোট পশ্চিমপাড়ার পাটোয়ারী বাড়ি নিবাসী মো. গিয়াস উদ্দিনের ছেলে। গিয়াস উদ্দিন পার্শ্ববর্তী উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক গিয়াস উদ্দিনের সন্তানের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি নিজের বাড়িতে প্লাবিত মানুষদের ঠাঁই দিয়েছেন। তার একমাত্র সন্তানের মৃত্যু আমরা কেউই মেনে নিতে পারছি না। আমাদের অভিভাবকদের এই বন্যায় সতর্ক থাকা দরকার। 

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD