লালমনিরহাটে দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪


লালমনিরহাটে দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ
ছবি: প্রতিনিধি

দুর্নীতিবাজ,বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নিয়োগবানিজ্যসহ নানারকম অনিয়মের প্রতিবাদে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।


আরও পড়ুন: লালমনিরহাটে আ: লীগ নেতার বাড়িতে আগুন, ৬ শিক্ষার্থীর লাশ উদ্ধার


 রবিবার (২৫ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিলে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের পদত্যাগ দাবী করেন।এদিকে একই দাবীতে আদিতমারি উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ করেন। আন্দোলনকারীরা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ও রশিদুল আলমের  পদত্যাগের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।


আরও পড়ুন: লালমনিরহাটে মার্চ ফর জাস্টিসে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, পুলিশের বাধা


জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে উঠা দুর্নীতি, অনিয়মের তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এসডি/