এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৪


এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন। আবেদন গ্রহণ শুরু হবে বুধবার (১৬ অক্টোবর), চলবে আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) পর্যন্ত। 


মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুন: কোন বোর্ডে পাশের হার কত?


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবে। ফল পুনঃনিরীক্ষণের জন্য বোর্ড চ্যালেঞ্জ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।


আরও পড়ুন: এইচএসসিতে পাসের হার ৭৭.৭৮ শতাংশ


এবারের এইচএসসি পরীক্ষায় সারাদেশে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেন। এতে ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছর অর্থাৎ, ২০২৩ সালের চেয়ে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।


জেবি/এসবি