Logo

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নব্য কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

profile picture
জনবাণী ডেস্ক
৪ নভেম্বর, ২০২৪, ০১:৩১
74Shares
কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নব্য কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

নব্য কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন ছাত্র ও জনতা।

বিজ্ঞাপন

মানি না, মানবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্যের এই কমিটি এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নব্য কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সভা করেছেন ছাত্র ও জনতা। 

বিজ্ঞাপন

রবিবার (৩ নভেম্বর) বেলা ১১ টার সময় কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকায় দার-উস সেফা হাসপাতালের সামনে কুষ্টিয়া -ঝিনাইদহ মহাসড়কে ছাত্র-জনতা এই বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সভা করেন। 

বিজ্ঞাপন

জানা যায়, (২ নভেম্বর) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ১১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশের প্রথম কুষ্টিয়া জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  কমিটি অনুমোদন করেন। কমিটির আহবায়ক হিসেবে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. হাসিবুর রহমানকে আহবায়ক এবং কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 

গত জুলাই মাসে বৈষম্য বিরোধী  আন্দোলনের সময় যারা আন্দোলনের নেতৃত্ব দিয়ে কঠোর ভূমিকা পালন করেছেন তাদের অনেকের নাম বাদ দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়াও এই কমিটিতে  মো. হাসিবুর রহমান নামের যাকে আহবায়ক দেওয়া হয়েছে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন প্রোগ্রামে দেখেন নি শিক্ষার্থী বলে জানিয়েছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা আরও জানায়, কুষ্টিয়ায় আন্দোলনে  যারা নেতৃত্ব দিলো তারা কই, তৌকির আহমেদ, লাবনী খাতুন, মেহেদি ,রাজীজুল, আজাদ, টুটুল, মৃদুল, রাইসুলসহ অনেকেই নেতৃত্ব দিয়েছেন। তাদের নাম বাদ দিয়ে এই কমিটিতে বৈষম্য তৈরি করা হয়েছে। এই কমিটি আগামী ২৪ ঘন্টার মধ্যে বিলুপ্ত করে নতুন করে যাচাই বাচাই করে কমিটি দেওয়ার কথা জানান শিক্ষার্থীরা। না হলে এই আন্দোলন আরও কঠোর থেকে কঠোরভাবে পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন তারা। 

এসময় উপস্থিত ছিলেন, আন্দোলনকারী আলমগীর হোসেন, জাহাংগীর হোসেন, সাদিক হাসান রহিদ, জিলহজ খান, ইমন, সাকিব, পাভেল, ইসমাইল, শাওনসহ আরও অনেক শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD