Logo

মাঘের শীতে মুগ্ধতা ছড়ালেন মিম

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জানুয়ারী, ২০২৫, ২৪:১৭
49Shares
মাঘের শীতে মুগ্ধতা ছড়ালেন মিম
ছবি: সংগৃহীত

ই ধারাবাহিকতায় আজও মাঘের শীতে উষ্ণতা ছড়াতে ভুলেননি মিম। স

বিজ্ঞাপন

ঢালিউড জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি সক্রিয় থাকেন মডেলিংয়েও। স্যোশাল মিডিয়ায় বিভিন্ন সময় নানা রূপে-অবতারে হাজির হয়ে ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলথেও দেখা যায় তাকে। তারই ধারাবাহিকতায় আজও মাঘের শীতে উষ্ণতা ছড়াতে ভুলেননি মিম। সকাল সকাল ছাদে উঠে রৌদ্রচুম্বন করলেন তিনি।

বিজ্ঞাপন

শোবিজ অঙ্গনে মিমের আনাগোনা বেশ চোখে পড়ার মতোই। এছাড়াও সামাজিক মাধ্যমে রয়েছে তার লাখো ভক্ত অনুসারী। কখনো কাজের সূত্রে, আবার কখনো ব্যক্তিগত কারণে, ফেসবুক-ইনস্টাগ্রামে সরব থাকেন অনেক সময়। মোটামুটি যাই করেন, তার কিছু স্থিরচিত্র তুলে ভাগ করে নেন অনুরাগীদের মাঝে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি) সকালে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিম। ছবিতে দেখা যায়, একটি ব্রাউন-ব্ল্যাক স্ট্রাইপের টপস পরেছেন মিম। ওপরের ব্রাউন কালারের ওপেন সোয়েটারটিও রেখেছেন খোলামেলা। এমন অবস্থায় শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় জ্বল জ্বল করে ওঠে মিমের মসৃণ ত্বক।

বিজ্ঞাপন

মিমের এই হালকা সাজে সৌন্দর্যও ফুটে ওঠেছে সেইসঙ্গে। কারণ, কানে ছিল একটি লাল জবা ফুল, ঠোঁটে লাল লিপস্টিক। সঙ্গে ক্যামেরায় নানা লুকের পোজ। সেই পোস্টের ক্যাপশনে মিম লেখেন, ‘রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা; সুন্দর একটি দিনের প্রস্ততি।’

মিমের এই পোস্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার ভক্ত-অনুরাগীরা। বিশেষ করে এই নায়িকার অনুরাগীদের অধিকাংশ তার সৌন্দর্যের প্রশংসা করেন। এ ছাড়াও শীতের সকালে মিমের এমন খোলামেলা রূপে অনেকে চমকেও যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD