আমার কোনো ভালোবাসা দিবস নেই: তিশা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন, প্রেমজীবন নিয়ে আগ্রহের কোনো কমতি নেই তার ভক্ত-সমর্থকরা। যদিও নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না এই অভিনেত্রী। এমনকী ভালোবাসা দিবসও উদযাপন করেন না তিন বছর ধরে। সম্প্রতি এমনটাই জানালেন তিনি।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে হাজির হন তানজিন তিশা। সেখানে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে। উত্তরে তিনি জানান, গেল তিন বছর ধরে তার জীবনে ভালোবাসা বলতে কিছুই নেই।
আরও পড়ুন: ইয়াশ রোহানের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল : তিশা
কারণ হিসেবে এই তানজিন তিশা বলেন, লাস্ট তিন বছর আমার কোনো ১৪ ফেব্রুয়ারি নেই। কারণ আমার বাবা চলে গেছেন ১২ তারিখে। ১২, ১৩, ১৪ তারিখ আমি আসলে আমার গ্রামে আমার বাবার কবরের ওখানেই থাকতে সাচ্ছ্যন্দবোধ করি। তাই আমার লাইফে ভ্যালেন্টাইনের কথা আমি বলতে পারব না। তবে কাজ করেছি কিছু। আশা করি সবার ভাল লাগবে।
জীবনের উত্থান পতন সম্পর্কে তিশা আরও বলেন, উত্থান পতন সব জায়গায় থাকে। সব জায়গায় ছিল। আমি সবসময় ভালোটা পিক করি। খারাপটা না। সম্প্রতি বেশ প্রশংসিত হয়েছে তানজিন তিশার ‘নরসুন্দরী’। নাটকটির জন্য পুরস্কারও পেয়েছেন তিশা।
এমএল/