Logo

আমার কোনো ভালোবাসা দিবস নেই: তিশা

profile picture
জনবাণী ডেস্ক
২২ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৬
38Shares
আমার কোনো ভালোবাসা দিবস নেই: তিশা
ছবি: সংগৃহীত

যদিও নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না এই অভিনেত্রী

বিজ্ঞাপন

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন, প্রেমজীবন নিয়ে আগ্রহের কোনো কমতি নেই তার ভক্ত-সমর্থকরা। যদিও নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না এই অভিনেত্রী। এমনকী ভালোবাসা দিবসও উদযাপন করেন না তিন বছর ধরে। সম্প্রতি এমনটাই জানালেন তিনি।

সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে হাজির হন তানজিন তিশা। সেখানে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে। উত্তরে তিনি জানান, গেল তিন বছর ধরে তার জীবনে ভালোবাসা বলতে কিছুই নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কারণ হিসেবে এই তানজিন তিশা বলেন, লাস্ট তিন বছর আমার কোনো ১৪ ফেব্রুয়ারি নেই। কারণ আমার বাবা চলে গেছেন ১২ তারিখে। ১২, ১৩, ১৪ তারিখ আমি আসলে আমার গ্রামে আমার বাবার কবরের ওখানেই থাকতে সাচ্ছ্যন্দবোধ করি। তাই আমার লাইফে ভ্যালেন্টাইনের কথা আমি বলতে পারব না। তবে কাজ করেছি কিছু। আশা করি সবার ভাল লাগবে।

জীবনের উত্থান পতন সম্পর্কে তিশা আরও বলেন, উত্থান পতন সব জায়গায় থাকে। সব জায়গায় ছিল। আমি সবসময় ভালোটা পিক করি। খারাপটা না। সম্প্রতি বেশ প্রশংসিত হয়েছে তানজিন তিশার ‘নরসুন্দরী’। নাটকটির জন্য পুরস্কারও পেয়েছেন তিশা। 

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD