বিরামপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের গরু- ছাগল প্রদান


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৫


বিরামপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের গরু- ছাগল প্রদান
ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের ৫  টি উপকারভোগী পরিবারের মাঝে বিনামূল্য গরু- ছাগল প্রদান করা হয়েছে। এদের ২ জন  সদস্যকে গরু এবং ৩ জন সদস্যকে ছাগল প্রদান করা হয়।


আরও পড়ুন: বিরামপুরে বিনামূল্যে ঔষধসহ স্যানিটারি ন্যাপকিন বিতরন


মঙ্গলবার (৪ মার্চ ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি - ইইউ প্রকল্প বিরামপুর বকুলতলা মোড় ইউনিট অফিসের জীবিকায়ন কম্পনেন্ট এর আওতায় এসব গরু - ছাগল বিতরণ করা হয়।


এসময় শাখা ব্যবস্থাপক রেশমা  খাতুন, সহকারি শাখা ব্যবস্থাপক অরবিন্দু রয়,সহকারি কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মো. রাজু বিল্লাহ, মোছা. লুৎফুন নেসা, (জীবিকায়ন) আহমদুর রহমান, আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এসডি/