বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রাজারহাটে শিক্ষার্থীদের মানববন্ধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পত্র বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজারহাট উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে রাজারহাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থী।
বক্তারা বলেন,সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে-এটি সুস্পষ্ট বৈষম্য। এতে দেশের একটি বড় অংশের মেধাবিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
অভিভাবক পুস্প সরকার বলেন,যে জাতির মেরুদণ্ড শিক্ষা,সে জাতির একটি বড় অংশকে স্তব্ধ করার পাঁয়তারা চলছে। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজন মানে মেধাবী শিশুদের শিক্ষাকে হুমকির মুখে ফেলা।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মতিন মন্ডল বলেন,১৭ জুলাই মন্ত্রণালয়ের নির্দেশনায় শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। এক দেশে দুই নীতি মানা যায় না। ত্রিশালে প্রায় এক হাজার শিক্ষার্থী এতে ক্ষতিগ্রস্ত হবে।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান ও প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ আহমেদ এর কাছে হস্তান্তর করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম,সহকারী শিক্ষা সচিব কেন্দ্রীয় কমিটি ও নির্বাহী পরিচালক শিশু নিকেতন রাজারহাট মো. রেজাউল করিম,রাজারহাট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান,প্রত্যাশা মডেল কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। বক্তারা জানান,দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসডি/