জেলা জুড়ে ভাইরাস জ্বরের তান্ডব, আতঙ্কে বিভিন্ন বয়সী মানুষ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫


জেলা জুড়ে ভাইরাস জ্বরের তান্ডব, আতঙ্কে বিভিন্ন বয়সী মানুষ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা জেলা জুড়ে ভয়াবহ ভাইরাস জ্বরের আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। ভাইরাস জ্বরের ফলে সকল শ্রেণী বয়সী মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাতক্ষীরার প্রায় অধিকাংশ বাড়িতে জ্বরে ভুগছে শিশু, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ। জ্বর এলেই শরীরের নানা উপসর্গ দেখা দিচ্ছে মাথা ব্যাথা,শরীরের বিভিন্ন অঙ্গে ব্যাথা, সর্দি ,কাশি চোখে কম দেখাসহ নানান উপসর্গ। এখন জ্বর হলেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মাঝে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বাড়ছে ভাইরাসঘটিত নানা রোগ। টাইফয়েড, মৌসুমি ফ্লু কিংবা ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা—এদের উপসর্গ একে অপরের সঙ্গে মিলে যাওয়ায় মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রেই পরীক্ষায় ফলাফল নেগেটিভ এলেও উপসর্গ থেকেই যাচ্ছে। সাতক্ষীরায় সাত উপজেলায় খোঁজ নিয়ে জানাগেছে ভাইরাসে অধিকাংশ পরিবারের কেউ না কেউ আক্রান্ত হয়েছে। 


জ্বরে আক্রান্ত আশাশুনির প্রতাপনগরের বাসিন্দা মিলন বিশ্বাস রুদ্র জানান, গত পাঁচ দিন যাবত জ্বরে ভুগছি সারা শরীর ব্যাথা মুখে রুচি নেই খেতে পারছি না। ডেঙ্গু টেস্ট করায়ছি কিন্তু নেগেটিভ আসছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওযুধ সেবন করছি কিন্তু জ্বর কমলে ও মাঝে মাঝে আবার বাড়ছে। জ্বরের ফলে শরীর অনেক দুর্বল হয়ে  কর্মক্ষমতা হারিয়ে গেছে। 


জ্বরে আক্রান্ত তালার সোহাগ হোসেন জানান, মহামারি ভাইরাস জ্বরে বেশকিছুদিন ভুগছি। মাথা ব্যাথা সর্দি কাশি লেগে আছে। ভারী খাবার খেতে পারছি না। হালকা তরল খাবার খাচ্ছি। টেস্ট করিয়েছি করোনা নেগেটিভ আসছে কিন্তু জ্বর কমছে না শরীর দুর্বল লাগছে। কোন কাজে মন বসে না অস্থিরতা কাজ করছে।ডাক্তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে বাসায় আছি।


জ্বরে আক্রান্ত কালিগঞ্জে আহসান হাবিব জানান, কালিগঞ্জ এলাকায় আমার মত বিভিন্ন বয়সী মানুষ ভাইরাস জ্বরে আক্রান্ত। গত ৭-৮ দিন জ্বরে ভুগছি শরীরের দুর্বলতা কাটছে না। অস্বস্তি বোধ করছি খেতে পারছি না। মাথা ঘোরে, থেমে থেমে জ্বর আসে, শরীরে কোন কর্মক্ষমতা নেই। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করছি কিছুটা স্বস্তি বোধ করছি আজ থেকে।


জ্বরে আক্রান্ত সদরের ইব্রাহিম হোসেন জানান, গত ২ দিন ধরে শরীরে ব্যাথা সর্দি কাশি অনুভব করছি। প্রথমে করোনা ভেবে ভয় পেয়েছিলাম। কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছি একটু সুস্থ লাগছে। কিন্তু মুখে রুচি নেই খেতে পারছি না। শরীর অনেক দুর্বল লাগছে কোন কাজ করতে পারছি না।


দুই দিন ধরে জ্বরে ভুগছেন বেসরকারি  চাকরীজীবি আহসান কাদির বলেন,  শরীরব্যথাও রয়েছে। এমন জ্বর সাধারণত ‘মৌসুমি ফ্লু’ ভেবে অবহেলা করলেও এবার দুশ্চিন্তায় পড়ে যান তিনি। কারণ, সম্প্রতি ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনাভাইরাস—এই তিন ভাইরাসের সংক্রমণ বেড়েছে। ফলে সংক্রমণের আশঙ্কায় নিজের পরিবারের সদস্যদের দিকেও চোখে চোখে রাখছিলেন। শেষ পর্যন্ত পরীক্ষা করে দেখা যায়, তার জ্বর সাধারণ ভাইরাসজনিত।


সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল ঘুরে দেখা যায়  গেছে, জ্বর নিয়ে রোগী আসার সংখ্যা দিনে দিনে বাড়ছে। অনেকে ডাক্তার পরামর্শ নিয়ে ওষুধ ক্রয় করে বাসায় চলে যাচ্ছে বেশি অসুস্থবোধ করা রুগীরা ভর্তি থাকছে। বেশি অসুস্থ রুগীদের ডাক্তার তাদের পর্যবেক্ষণে রেখে মনিটরিং করছে।


এবিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজর ডাক্তার কাজী আরিফ হোসেন বলেন, ভাইরাস জ্বরে বিভিন্ন বয়সী মানুষ আক্রান্ত হচ্ছে। এটা আতঙ্কের কিছু নেই। এই জ্বর টা  মৌসুমী ফ্লু সংক্রমিত রোগ। এই জ্বরের উপসর্গ মাথা ব্যাথা শরীর দুর্বল,মুখে রুচি থাকবে না। ডাক্তার পরামর্শ মেনে চললে কিছুদিনের ভিতর সুস্থ হয়ে যাবে। 


আরএক্স/