রায়গঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৬ পিএম, ৭ই আগস্ট ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয় জনগণের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় রায়গঞ্জ থানার উদ্যোগে এবং ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রশাসনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে এই আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে থানা পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের নানা অভিযোগ, সমস্যা ও পরামর্শ শোনা হয়। এলাকাবাসী মাদক, চুরি, জমি-জমা সংক্রান্ত বিরোধ এবং নারী নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন, যার বেশিরভাগেরই তাৎক্ষণিক সমাধান বা আশ্বাস প্রদান করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। এই ওপেন হাউজ ডে পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে।
এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, পুলিশি সেবা সহজলভ্য ও জনবান্ধব করার জন্য এ ধরণের সরাসরি মতবিনিময় অত্যন্ত কার্যকর।
এসডি/