‘দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে পাথরগুলো সরিয়ে নিয়েছে’
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:৫০ পিএম, ১৩ই আগস্ট ২০২৫

সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথরগুলো সরিয়ে নিয়ে গেছে।
বুধবার (১৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাস তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসে গোলাম মাওলা রনি লেখেন, ভোলাগঞ্জের সাদা পাথরে এলাকাটি হিজিবিজি হয়ে ছিলো। দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথর গুলো সরিয়ে নিয়ে গেছে। এখন পুরো এলাকা বালিতে চিক চিক করছে।
তিনি আরও বলেন, নদীর প্রবাহ পথে যেসব পাথর ছিলো সেগুলোও দেশপ্রেমিকরা সরিয়ে নিয়েছে। এই জন্য নদীর নাব্যতা বেড়ে গেছে। ফলে ভারত থেকে বিনা বাঁধায় এখন থেকে বেশি বেশি মাছ, পানি এবং পাথর আসা শুরু করেছে।
সেই স্ট্যাটাসে তিনি আরও বলেন, ভোলাগঞ্জের সাদা পাথর অধ্যুষিত এলাকায় যেভাবে রিসেট বাটন চাপ দেওয়া হয়েছে ওভাবে যদি সারাদেশের নদ নদী পাহাড় সমুদ্রে দেশপ্রেমিক জনতা তাদের কার্যক্রম চালাতে পারে তবে অচিরেই পুরো দেশ আরবের মরু অঞ্চলে পরিণত হবে।
তিনি বলেন, মরুভূমির নিচে তেল থাকবে। সেখানে হাজার হাজার উট দুম্বা ভেড়া চড়ে বেড়াবে। আর স্থানীয় লোকজন আরব দেশের কফিল হয়ে যাবে এবং ভারতীয়দেরকে ভাড়া করে এনে সাণ্ডার খামার তৈরি করবে।
এসডি/