ভালুকায় বিপুল পরিমাণ মদসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২২ পিএম, ১৪ই আগস্ট ২০২৫

ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদ ও দেশীয় অস্ত্রসহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহিদ তোফাজ্জল হত্যা মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা বাহাদুর (২৮) কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বাহাদুর উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া এলাকার গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে।
বুধবার (১৩ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার জামিরদিয়া ডোবালিয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযানে যায় সেনাবাহিনী।
এ সময় তার বাড়ীতে তল্লাশি করে অবৈধ বিদেশী ১১৩ বোতল মদ, ৪টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা সহ বাহাদুরকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিদেশী ১১৩ বোতল মদ, ৪টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা সহ বাহাদুরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পূর্বে তার নামে একটি হত্যা মামলা রয়েছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
