মেহেরপুরে পরিচ্ছন্ন কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে পৌরসভা ঘেরাও


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৯ পিএম, ২০শে আগস্ট ২০২৫


মেহেরপুরে পরিচ্ছন্ন কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে  পৌরসভা ঘেরাও
ছবি: প্রতিনিধি।

মেহেরপুর পৌরসভায় কর্মরত পরিচ্ছন্ন কর্মীরা তাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করে । পরে পৌর কর্তৃপক্ষের  আশ্বাসে ২ ঘন্টা পর পৌরসভা থেকে সরে যান তারা।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১ টার দিকে পরিচ্ছন্ন কর্মীরা পৌরসভায় গিয়ে বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুবিধার জন্য বিক্ষোভ করেন এ সময় পৌরসভা কর্মচারীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তারা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


মেহেরপুর পৌরসভার পরিষ্কার পরিছন্নতার দায়িত্বে থাকা হরিজন সম্প্রদায়ের লোকজন তাদের বেতন ভাতা বৃদ্ধি সহ অন্যান্য সকল সুবিধার দাবিতে পৌরসভার ভিতরে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পৌরসভায় সকল ধরনের নাগরিক সুবিধা বন্ধ হয়ে পড়ে। পরিচ্ছন্ন কর্মীরা  শহরের সকল ধরনের ময়লা পরিষ্কার না করার দাবি তুলে স্লোগান দিতে থাকেন। তাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুবিধা তবে তোলেন। 


পৌরসভা কর্মচারীদের সূত্রে জানা যায় তারা বেতন বাড়ানোর কথা বললে তাদেরকে আমরা আশ্বস্ত করি এবং মাসিক মিটিংয়ে এই বিষয়ে আলোচনা করব বলে তাদেরকে জানানো হয় কিন্তু পরিচ্ছন্ন কর্মীরা উত্তেজিত হয়ে আমাদের গালাগালি করে এবং মার মুখী আচরণ করে।


পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেনাবাহিনীর একটি টিম ও সদর থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থলে পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসক তারিকুল ইসলাম এসে পরিশ্রম কর্মীদের  প্রতিশ্রুতি দেন এর পর পরিশ্রম  কর্মীরা নিজ নিজ কাজ শুরু করেন।


এসডি/