বাগেরহাটে জেলেদের জালে ধরা পড়ল বিশাল এক ইলিশ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:২৭ পিএম, ২১শে আগস্ট ২০২৫


বাগেরহাটে জেলেদের জালে ধরা পড়ল বিশাল এক ইলিশ
বলেশ্বর নদীর ইলিশ। ছবি: প্রতিনিধি।

বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদী আবারো উপহার দিলো রুপালি ইলিশের চমক। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে স্থানীয় জেলে ইউনুসের জালে উঠে আসে এক বিশাল আকারের ইলিশ। মাছটির ওজন ১ কেজি ১০০ গ্রাম।


বাজারে উঠতেই ইলিশটি দেখতে ভিড় জমায় উৎসুক মানুষজন। পরে মাছ ব্যবসায়ী হারুন মোল্লা মোটা দামে মাছটি কিনে নেন। তিনি জানান, বড়সড় এ ইলিশটির মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা।


স্থানীয়রা বলছেন, এ ধরনের বড় ইলিশ ধরা পড়া এখন অনেকটা বিরল হয়ে গেছে। তাই মাছটি ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


জেলেদের আশা, মৌসুমের এ সময় বলেশ্বর নদীতে আরও বড় বড় ইলিশ ধরা পড়বে, যা তাদের মুখে হাসি ফোটাবে।


এসডি/