বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০১ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে শরণখোলায় হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে উপজেলার সাউথখালী, রায়েন্দা, ধানসাগর ও খোন্তাকাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে সড়কে গাড়ি ও বেঞ্চ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে শরণখোলার সঙ্গে বিভিন্ন স্থানের সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।
হরতাল-অবরোধ কর্মসূচিতে ব্যবসায়ী ও দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।
প্রসঙ্গত, গেল ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার প্রস্তাব দেয়। এর প্রতিবাদে জেলার সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে চারটি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে। আগামী ২৫ আগস্ট আসন কমানো বা বহাল রাখার বিষয়ে নির্বাচন কমিশনের দফতরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসডি/