রাজারহাটে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়ারি গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৬ পিএম, ২৭শে আগস্ট ২০২৫

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ জুয়া বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা সহ ৬ জুয়ারিকে গ্রেফতার করেছে।
গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধায় উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস হাই স্কুল মাঠে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আবুল কালাম, হারুন অর রশিদ, মিজানুর রহমান, জয়নাল আবেদীন,
চাম্পা মিয়াও আজিজুল। তারা সকলেই উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস গ্রামের বাসিন্দা।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.. নাজমুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এসডি/