ক্ষমতায় টিকে থাকতে ভুয়া ভোট আয়োজন করেছে আ.লীগ: ড. মঈন খান


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৩ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫


ক্ষমতায় টিকে থাকতে ভুয়া ভোট আয়োজন করেছে আ.লীগ: ড. মঈন খান
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে ধারাবাহিকভাবে ভুয়া ভোটের আয়োজন করেছে। তিনি বলেন, তাদের স্লোগান ছিল- “আমার ভোট আমি দেব, দিনের ভোট রাতে দেব।”


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন: ৫০ বছর পর বেদখলে থাকা ৪ একর জমি বুঝে পেল কোটালীপাড়া থানা পুলিশ


ড. মঈন খান বলেন, বিএনপি সর্বদা গণতন্ত্রে আস্থাশীল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ সেই গণতান্ত্রিক ধারা ধ্বংস করেছে।


তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী শাসনের অবসান হওয়ার পর মানুষ আবারও হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা করছে।


আরও পড়ুন: ফসল সংগ্রহোত্তর গবেষণায় নতুন দিগন্তের সন্ধান : বারিতে কর্মশালা


তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়ে গণতন্ত্র ফিরে আসে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূঁইয়া ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ স্থানীয় নেতারা।


আরও পড়ুন: শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের


এর আগে ড. মঈন খান পলাশ উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।


এএস