মহেশপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, কিশোর আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৮ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


মহেশপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, কিশোর আটক
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সবুজ (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। 


শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 


ভুক্তভোগী শিশুটির মা জানান, দুপুরে পরিবারের সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় সবুজ তাদের বাড়িতে এসে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশুর চিৎকার শুনে তিনি দৌড়ে যান। শিশুটি কাঁদতে কাঁদতে জানায়, সবুজের বিষয়টি জানান। 


আরও পড়ুন: প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই


শিশুটির মা অভিযোগ করেন যে সবুজ শিশুটির সঙ্গে খারাপ কিছু করলে শিশুটি ব্যথায় কান্নাকাটি শুরু করে। পরে দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পর স্থানীয় লোকজন সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করে। 


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আসামি সবুজকে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে।


তিনি আরও বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এসএ/