ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক উন্নয়ন সমন্বয় সভা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সোমবার (১৬ মে )সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরশনের সচিব রাজিব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা লীরা তরফদার,সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হানুল ইসলাম,ময়মনসিংহের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,ডেপুটি সিভিল সার্জন ডা. পরিক্ষিত কুমার পাড়, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো: আজমল হক,ময়মনসিংহ প্রেসক্লাবের সুযোগ্য সাধারন সম্পাদক বাবুল হোসেন, এ ছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহের সকল সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উক্ত সভায় জেলা প্রশাসক জেলার বিভিন্ন দপ্তরের মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে সরকারী নির্দেশনাসমূহ সঠিকভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
জি আই/