‘কৃষকরা আছেন বলেই বেঁচে আছে বাংলাদেশ’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, সুশিক্ষা গ্রহণ করে দেশের মানুষকে বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে। সেই দক্ষতা দিয়েই বিশ্ব জয় করতে হবে। অর্জিত দক্ষতা থাকলেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না। তাই মেধা-মনন দিয়ে সমাজসহ দেশকে এগিয়ে নিতে হবে। শিক্ষার পাশাপাশি বাংলাদেশের কৃষকরা দেশের খাদ্য সংকট লাঘবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। কৃষকরাই বাঁচিয়ে রেখেছে এই দেশকে।
সোমবার (১৬ মে) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় ১৬ লাখ ৬১ হাজার ৫৭৩ ব্যয়ে উপজেলার শাহাপুর মোস্তফাবিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার নবনির্মিত দ্বিকক্ষ এবং পুখুরী স্কুল এন্ড কলেজের দুইটি অতিরিক্ত শ্রেণি কক্ষ এবং ৬০ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট নতুন ভবন উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন।
তিনি আরো বলেন, প্রতিটা শিক্ষক যদি প্রকৃতভাবে শিক্ষাদান করেন। তবে পেছনে বসা শিক্ষার্থীরাও পিছিয়ে থাকবে না। তারাও পরীক্ষায় ভালো ফলাফল করবে। কাজেই শুধু উঁচু ভবন নির্মাণ হলেই হবে না। শিক্ষার মানকেও আরো উঁচু করতে হবে। তবেই সরকারের এতো ব্যয় স্বার্থক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, উপজেলা প্রকৌশলী মো. রাহানুল কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাছিনা ভূঁইয়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।
অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও মাদ্রাসা সুপাররা।#
জি আই/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাউফলে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

ডাকসুতে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় ওসি প্রত্যাহার

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২
