রেললাইনের ওপর লোহার খুঁটি, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল ৪ ঘন্টা বন্ধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

গাজীপুরের শ্রীপুরে ট্রাকে পরিবহনকালে রেললাইনের ওপর কারখানা নির্মাণে ব্যবহৃত লোহার খুঁটি পড়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল ৪ ঘন্টা বন্ধ থাকে।
সোমবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেল স্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ওপর শ্রীপুর-গোসিঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস কাওরাইদ রেল স্টেশনে দাঁড়িয়ে থাকে। আর ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আউটার সিগনালে দাঁড়িয়ে থাকে। এ ছাড়াও শ্রীপুর-গোসিঙ্গা সড়কে বড় ধরনের কোনো যানবাহন চলাচল করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুরের গোসিঙ্গা এলাকার একটি স্টিল বিল্ডিং তৈরি কারখানা থেকে ট্রাকে করে লোহার তৈরি বেশ কয়েকটি বড় খুঁটি পৌর এলাকার ভাংনাহাটি এলাকার অপর একটি নির্মাণাধীন কারখানায় যাচ্ছিল। পথে শ্রীপুর রেল স্টেশনের কাছে লেভেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ ট্রাক থেকে লোহার ৮ টি খুঁটি রেললাইনে পড়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
শ্রীপুর রেলস্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, ট্রাক থেকে রেল লাইনের ওপর লোহার খুঁটি পড়ায় জয়দেবপুরের পর থেকে ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এ ছাড়াও স্থানীয়ভাবে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। আশপাশ থেকে ভারী বস্তু তোলার ক্রেন এনে দ্রুত লোহার খুঁটি লাইনের ওপর থেকে সরিয়ে নেওয়ায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক হয়।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাউফলে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

ডাকসুতে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় ওসি প্রত্যাহার

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২
