হবিগঞ্জে বাস-অটোরিকশার মুখােমুখি সংঘর্ষ, নিহত ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মিতালী পরিবহন ও সিএনজি অটোরিকশার মুখােমুখি সংঘর্ষে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় মিতালী পরিবহন এর ধাক্কায় সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।
মঙ্গলবার (১৭ মে) সকাল ১১ টার সময় ঢাকা সিলেট মহাসড়কের রুকনপুর আরএফএল কোম্পানীর ডিপাের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবীগঞ্জের রুকনপুর গ্রামের গােলাপ আলীর স্ত্রী নুরিয়া বেগম (৩৪) ও একই গ্রামের সিএনজি চালক আরশ মিয়া (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় স্থানীয় ফাঁড়ি একটি রাস্তা থেকে মহাসড়কে সিএনজি অটোরিকশাটি ওঠার সময় ঢাকাগামী এক মিতালী পরিবহনের বাসটি সিএনজি অটোরিকশাকে মুখােমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয় এবং গাড়িতে থাকা মহিলা যাত্রী গুরুতর আহত হয় পরে তাকে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।
এসএ/