বাসচাপায় কলেজছাত্র নিহত, বাসে আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসচাপায় মো. মিলন হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (১৮ মে) সকালে মঠবাড়িয়া উপজেলার মাঝের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন হাওলাদার উপজেলার মিঠাখালী গ্রামের মো. রুহুল আমীন হাওলাদারের ছেলে ও তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে মিলন নিজ বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। এ সময় উপজেলার গুদিকাটা ও মাঝের পুলের মাঝামাঝি লোকমান খানের বাড়ির কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা রোহান পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার সহপাঠী ও এলাকাবাসী ঘাতক বাসটিকে আটকে রেখে তাতে আগুন দেয়।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, বাসটি হঠাৎ করেই মিলন নামে ওই শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে চাপা দেয়। স্থানীয়রা বাসটিকে আটক করে। পরে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বাসটিতে আগুন দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।
জি আই