বেফাক বোর্ডের মেধা তালিকায় ঈশ্বরগঞ্জ জামিয়া গাফুরিয়া মাদরাসার ১১ জন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বেফাক বোর্ডের মেধা তালিকায় ঈশ্বরগঞ্জ জামিয়া গাফুরিয়া মাদরাসার ১১ জন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঐতিহ্যবাহী জামিয়া গফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদ্রাসার বেফাক বোর্ডের ১৪৪২-৪৩ হিজরী শিক্ষাব‌র্ষে মেধাতালিকায় স্থান পেয়েছে ১১ শিক্ষার্থী।

বুধবার (১৮ মে) দুপুর ১২টায় মাদ্রাসার মস‌জি‌দে মেধাতা‌লিকায় স্থান পাওয়া ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ অনু‌ষ্ঠিত হয়।

মাওলানা মুফতী ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন মাদ্রাসার প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি সা‌বেক পৌর মেয়র মোঃ হা‌বিবুর রহমান। পুরস্কার বিতর‌ণে উপ‌স্থিত ছি‌লেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হক, সহ-সভাপ‌তি হা‌রিছ উ‌দ্দিন, সহ সাধারণ সম্পাদক পুন্নু ভুঞা, সন্মা‌নিত সদস্য বজলুর রহমান, অ্যাডভোকেট হা‌বিবুল্লাহ মিলন, মাদ্রাসার শিক্ষক প্রমুখ।

এসময় বক্তব্য প্রদান করেন মাদ্রাসা প‌রিচালনা ক‌মি‌টির সাধারন সম্পাদক, উপ‌জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপ‌তি আলহাজ্ব র‌ফিকুল ইসলাম ও মোহতা‌মিম মুফ‌তি মাহমুদুল হক আ‌যি‌যী সা‌হেব। 

মেধা তা‌লিকায় স্থান পাওয়া ছাত্ররা হ‌লেন, শারহুল বিকায়াহ্ বিভা‌গে মুহা যুবাইর আহমদ, নাহ‌বেমীর বিভা‌গে মুহা আরমান, ইব‌তিদাইয়‌্যাহ বিভা‌গে মুহা জা‌হিদুল হক, আবু সাঈদ, সা‌ব্বির হো‌সেন, এনা‌য়েতুল্লাহ, উবায়দুল্লাহ, র‌ফি উ‌দ্দিন, মাসুদ রানা, শা‌হিন আলম, এবং মীযান বিভা‌গে মুহা মোবারক হো‌সেন।

এসএ/