ট্রেনে কাটা পড়ে গেইটম্যানের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গাজীপুরের শ্রীপুরে ঢাকা গামী কমিউটার ট্রেনে কাটা পড়ে লিটু কুমার বিশ্বাস (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল পথের মাইজপাড়া নামক স্থানে গেইটের কাছে এ ঘটনা ঘাটে।
নিহত লিটু কুমার রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মচারী। তার বাড়ী বরগুনা জেলায়। তিনি ওই এলাকায় ভাড়া থাকতেন। রেলওয়ের পিডব্লিউ মো: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, লিটু কুমার প্রায় ৪ বছর ধরে ওই গেইটে গেইটম্যানের দায়িত্ব পালন করে আসছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। কিভাবে তিনি ট্রেনে কাটা পড়লেন তা স্পষ্ট কেউ বলতে পারেনি।
শ্রীপুর স্টেশনের স্টেশন মাস্টার মো: হারুন অর রশিদ জানান, ট্রেনে কাটা পড়ে লিটুর মৃত্যুর খবর পেয়ে রেলওয়ের জয়দেবপুর ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এসএ/