ট্রেনে কাটা পড়ে গেইটম্যানের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

গাজীপুরের শ্রীপুরে ঢাকা গামী কমিউটার ট্রেনে কাটা পড়ে লিটু কুমার বিশ্বাস (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল পথের মাইজপাড়া নামক স্থানে গেইটের কাছে এ ঘটনা ঘাটে।
নিহত লিটু কুমার রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মচারী। তার বাড়ী বরগুনা জেলায়। তিনি ওই এলাকায় ভাড়া থাকতেন। রেলওয়ের পিডব্লিউ মো: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, লিটু কুমার প্রায় ৪ বছর ধরে ওই গেইটে গেইটম্যানের দায়িত্ব পালন করে আসছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। কিভাবে তিনি ট্রেনে কাটা পড়লেন তা স্পষ্ট কেউ বলতে পারেনি।
শ্রীপুর স্টেশনের স্টেশন মাস্টার মো: হারুন অর রশিদ জানান, ট্রেনে কাটা পড়ে লিটুর মৃত্যুর খবর পেয়ে রেলওয়ের জয়দেবপুর ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাউফলে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

ডাকসুতে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় ওসি প্রত্যাহার

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২
