শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলনা ফাতেমা-আব্দুল্লাহর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

চাঁদপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ফাতেমা আলম (২৩) ও আব্দুল্লাহ (২৫) নামের দুই পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চাঁদপুর সদরের ঘোষের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত একটি স্কুটার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী নিয়ে চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লামুখী সিমেন্টবাহী পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে স্কুটারের যাত্রী ফাতেমা আলম নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আহত আরও তিন জনকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আবদুল্লাহ নামের আরেকজন মারা যান। নিহত দুজন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য হাজিগঞ্জ থেকে অটোরিকশায় চাঁদপুর আলআমিন স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহতদের পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দুর্ঘটনার পর স্কুটার ও পিকআপভ্যানের চালক পালিয়েছে।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাউফলে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

ডাকসুতে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় ওসি প্রত্যাহার

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২
