পুরুষ সেজে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতো ফারহানা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

যশোরে পুরুষ সেজে প্রতারণার অভিযোগে ফারহানা আক্তার স্নেহা (২৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ মে) সকালে শহরের দড়াটানা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। স্নেহার বাড়ি যশোর শহরের লোন অফিসপাড়ায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আটক স্নেহা যশোরসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পুরুষ সেজে প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ের সঙ্গে স্নেহা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর সুযোগ বুঝে ওই মেয়ের কাছ থেকে মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে নগদ টাকা আত্মসাৎ করেন।’
শেখ মোহাম্মদ মনিরুজ্জামান আরও বলেন, ‘হবিবুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ স্নেহাকে আটক করে।’
মনিরুজ্জামান জানান, স্নেহার নামে দেশের বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার বেশ কয়েকটি মামলা রয়েছে।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাউফলে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

ডাকসুতে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় ওসি প্রত্যাহার

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২
