৪৪তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও উত্তর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


৪৪তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও উত্তর

শুক্রবার (২৭ মে, ২০২২ ) অনুষ্ঠিত হয়েছে ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এতে মোট আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। সেই হিসাবে এবার প্রতি পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ২০৫।

২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষায় প্রশ্ন হয়েছে ৪ সেট। চলুন তাহলে দেখে নিই ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সম্ভাব্য উত্তর। এখানে সেট ৪- (হেমন্ত) এর সম্ভাব্য সমাধান দেওয়া হলো।

১। কোন দেশ থেকে ‘আরব বসন্ত’ এর সূচনা হয়?
ক. মিশর খ. তিউনিশিয়া
গ. লিবিয়া ঘ. সিরিয়া
উ.খ

২। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?
ক. ২০১০ খ. ২০১০ গ. ২০১৪ ঘ. ২০১৬
উ. গ

৩। কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
ক. গায়ানা খ. বলিভিয়া
গ. ব্রাজিল ঘ. কলাম্বিয়া
উ. খ

৪। বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
ক. জেনেভা খ. প্যারিস
গ. গ্লাসগো ঘ. ব্রাসেলস
উ. গ

ADVERTISEMENT


৫। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টর চুক্তি কখন শেষ হবে?
ক. ২০৪০ খ. ২০২৬ গ. ২০২৪ ঘ. ২০৩০
উ. খ

৬। কোন দেশকে ইউরোপের রুটির ঝুটি বলা হয়?
ক. জার্মানি খ. ইতালি গ. পোলান্ড ঘ. ইউক্রেন
উ. ঘ

৭। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্র খ. প্রাচীন গ্রীস
গ. প্রাচীন রোম ঘ. প্রাচীন ভারত
উ.খ

৮। নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?
ক. জর্দান খ. ইরান
গ. মিশর ঘ. মালয়েশিয়া
উ. ক

৯। World Economic Forum- এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

ক. প্যারিস খ. জুরিখ
গ. দাভোস ঘ. বার্ন
উ.গ

১০। তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?

ক. পাকিস্তান ও আফগানিস্তান খ. ভারত ও আফগানিস্তান
গ. পাকিস্তান ও ভারত ঘ. আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন
উ. গ

১১। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?

ক. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
খ. অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
গ. আগস্ট মাসের শেষ সোমবার
ঘ. অক্টোবর মাসের প্রথম সোমবার
উ. ক [প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে।]

১২। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?

ক. জর্দান ও মিশর খ. কুয়েত ও বাহরাইন
গ. লিবিয়া ও ওমান ঘ. তিউনিসিয়া ও আলজেরিয়া
উ.ক

১৩। কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৮, ফ্রান্স খ. ১৯৪৯, সুইজারল্যান্ড
গ. ১৯৬১, রোম ঘ. ১৯৫২, লন্ডন
উ.ক

১৪। ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?

ক. ভিয়েতনাম খ. উত্তর কোরিয়া
গ. চীন ঘ. রাশিয়া
উ. গ

১৫। নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?

ক. লাওস খ. হংকং
গ. ভিয়েতনাম ঘ. কম্বোডিয়া
উ.খ

১৬। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ (Concert for Bangladesh)’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

ক. নিউইয়র্ক খ. বোস্টন
গ. লন্ডন ঘ. ক্যানবেরা
উ. ক

১৭। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?

ক. ১ বছর খ. ২ বছর
গ. ৪ বছর ঘ. ৫ বছর
উ.খ

১৮। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?

ক. তিন বছর খ. সাত বছর
গ. চার বছর ঘ. নয় বছর
উ. ঘ

১৯। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার (Perspective Plan) সময়সীমা কত?

ক. ২০২১-২০৩০ খ. ২০২৪-২০৩২
গ. ২০২১-২০৪১ ঘ. ২০২২-২০৫০
উ.গ

২০। ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?

ক. যুক্তরাষ্ট্র খ. সুইজারল্যান্ড
গ. বাংলাদেশ ঘ. ভারত
উ. গ

২১। ’ইতরবিশেষ’ বলতে বোঝায়?
ক. দুর্বত্ত খ. চালাকি গ. পার্থক্য ঘ. অপদার্থ
উ. গ. পার্থক্য

২২। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?

ক. গো+অক্ষ= গবাক্ষ খ. পৌ+ অক = পাবক
গ. বি+অঙ্গ= বঙ্গ ঘ. যতি+ইন্দ্র= যতীন্দ্র
উ. ক

২৩। ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নাম-

ক. আবদুল কাদের খ. খতিব মিয়া
গ. আক্কাস আলী ঘ. আরেফ আলী
উ. ঘ

২৪। ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’ – পঙক্তিটির রচয়িতা-

ক. বিদ্যাপতি খ. গোবিন্দদাস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কৃষ্ণদাস কবিরাজ
উ. গ

২৫। ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতার নাম-

ক. সৈয়দ মুজতবা আলী খ. কাজী আবদুল ওদুদ
গ. নজিবর রহমান ঘ. রোকেয়া সাখাওয়াৎ হোসেন
উ. গ

২৬। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?

ক. আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই।
খ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
গ. তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল।
ঘ. সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
উ. গ

২৭। নিচের কোনটি যৌগিক বাক্য?

' ); }