ফেনীর ফুলগাজীতে ১৪৪ ধারা জারি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফেনীর ফুলগাজীতে ১৪৪ ধারা জারি

ফেনীর ফুলগাজীতে একইস্থানে এবং একইদিনে আওয়ামী লীগ-বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শনিবার (২ জুলাই) ভোর ৬টা থেকে ফুলগাজী উপজেলা এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানান ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

শুক্রবার (১ জুলাই) রাতে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহারের সই করা ‘ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা মতে আদেশ’ শিরোনামে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের ফুলগাজী শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফুলগাজী শাখা ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।

১ জুলাই বিকেল ৪টায় ত্রাণ বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সময়ে একই স্থানে উভয় দলের ত্রাণ বিতরণ কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা আছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এমতাবস্থায় ২ জুলাই ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হলো।

শনিবার থেকে ফুলগাজী উপজেলায় ১৪৪ ধারা বলবত থাকবে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন বলেন, দৌলতপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওআ/