পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গাজীপুরের শ্রীপুরে পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. নাবিদুল ইসলাম(১৬) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং মো. রিফাত(১৬) নামে একজন আহত হয়েছে।
শনিবার (২ জুলাই) বেলা ২ টার দিকে উপজেলা টেংরা এলাকা বাদশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাবিদুল ইসলাম শ্রীপুর উপজেলার শিমুলতলা এলাকার মো. ছমির উদ্দিনের ছেলে এবং আহত মো. রিফাত উরফে বুলেট একই এলাকার মো.সোহেল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাবিদুল ইসলাম ও অপর এক মোটরসাইকেল চালক শ্রীপুর বাজারে যাওয়ার সময় তাদের মোটরসাইকেল রাস্তা বাঁক ঘুরার সময় বিপরীত দিক থেকে আসা পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে পিক-আপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নাবিদুল নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জনবাণীকে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহত এক জনের চিকিৎসা চলতেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এসএ/