পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

গাজীপুরের শ্রীপুরে পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. নাবিদুল ইসলাম(১৬) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং  মো. রিফাত(১৬) নামে একজন আহত হয়েছে।

শনিবার (২ জুলাই) বেলা ২ টার দিকে উপজেলা টেংরা এলাকা বাদশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাবিদুল ইসলাম শ্রীপুর উপজেলার শিমুলতলা এলাকার মো. ছমির উদ্দিনের ছেলে এবং আহত মো. রিফাত উরফে বুলেট একই এলাকার মো.সোহেল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাবিদুল ইসলাম ও অপর এক মোটরসাইকেল চালক শ্রীপুর বাজারে যাওয়ার সময় তাদের মোটরসাইকেল রাস্তা বাঁক ঘুরার সময় বিপরীত দিক থেকে আসা পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে পিক-আপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নাবিদুল নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার  করে।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জনবাণীকে জানান, ‍“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহত এক জনের চিকিৎসা চলতেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এসএ/